তিনি নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস হতে মেডিসিন বিষয়ে উচ্চতর এমসিপিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হতে নিউরোলজি বিষয়ে স্নাতোকত্তর এম ডি ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব ইন্টারভেনশনাল এন্ড থেরাপিউটিক নিউরোরেডিওলজির হতে প্রাপ্ত স্কলারশিপে হসপিটাল ফস, প্যারিস, ফ্রান্সে বিখ্যাত ইন্টারভেনশনিস্ট ডাঃ জর্জ রোডেশ এর তত্বাবধানে স্ট্রোক এন্ড ইন্টারভেনশনাল নিউরোলজিতে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে ১০ এর অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে পুরস্কৃত হয়েছেন। ইতিমধ্যে তার ৫০ এর অধিক গবেষণা প্রবন্ধ দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি কয়েকটি জার্নালের এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি WFITN, SVIN, AAN, ACP সহ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের সক্রিয় সদস্য।